শনিবার ২৭ এপ্রিল ২০২৪
শিক্ষক নিয়োগ বৃদ্ধির দাবিতে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন
রাজিব হোসেন সুজন, (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৪:১৩ পিএম
শিক্ষক নিয়োগ বৃদ্ধির দাবিতে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন

শিক্ষক নিয়োগ বৃদ্ধির দাবিতে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন

‘মুজিব বর্ষের অঙ্গীকার, থাকবো না কেউ বেকার, দাবি মোদের একটাই শুন্য পদে নিয়োগ চাই, কেন শিক্ষক নিয়োগ বাড়ানো হবে না শিক্ষা সচিব জবাব চাই’ এমন শ্লোগানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পটুয়াখালীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর চাকরি প্রত্যাশীরা।

বুধবার (২৩'নভেম্বর) সাড়ে ১২টার সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে শতাধিক চাকরি প্রত্যাশীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চাকরি প্রত্যাশীরা বলেন, প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ ২০২০ -এ (পদ সংখ্যা) বৃদ্ধি চাই, বিবিসির বিদায়ি সাক্ষাৎকারে ৫৮ হাজার সংখ্যা নিয়োগ চাই। কেননা পরিচালিত নিয়ম অনুযায়ী মোট ভাইভা প্রার্থীর প্রতি ৩ জনের ১ জন প্রার্থীকে শূন্য পদ থাকা সাপেক্ষে সর্বোচ্চ নিয়োগ দিতে হবে বলে দাবি জানান। এছাড়াও তাদের ক্ষতিগ্রস্ত জীবন যাপনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বৃদ্ধির দাবি জানান।

বিক্ষোভ ও মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

স্বদেশপ্রতিদিন/এমএস 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝