রবিবার ৬ অক্টোবর ২০২৪
নতুন খবর দিলেন প্রভাস
বিনোদন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৪:০৭ পিএম
২০২৩ সালের শেষ মুহূর্তে এসে বক্স অফিস মাতিয়েছে দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের ‘সালার’ সিনেমা। এরই মাঝে প্রভাসের নতুন সিনেমার ঘোষণা এসেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন নির্মাতা মারুতি।

নির্মাতা মারুতি তার সোশ্যাল মিডিয়ায় এদিন একটি পোস্টার শেয়ার করে ঘোষণা করেন তার পরবর্তী কাজের কথা। সেখানে নতুন রূপে আসছেন প্রভাস-এমনটাই জানিয়েছেন।

নির্মাতা মারুতি তার পোস্টে লেখেন, ‘উত্তেজিত এবং এ মুহূর্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম! আনন্দের সঙ্গে রেবেল স্টার প্রভাসকে নতুন রূপে নিবেদন করছি। পোঙ্গলে সকলের সঙ্গে দেখা হচ্ছে।’

ভক্ত-অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে প্রভাসের একটি রঙিন ‘প্রি-লুক’ পোস্টার প্রকাশ করা হয় এদিন। ক্যাপশন থেকেই স্পষ্ট সিনেমা নাম বা প্রথম লুক প্রকাশ করা হবে পোঙ্গল উৎসবের আবহে।

প্রভাসের এবারের সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন টিজি বিশ্বপ্রসাদ ও বিবেক কুচিবোতলা। প্রভাসের আগামী এ সিনেমা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আনা হয়নি।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝