প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৪:০৭ পিএম
২০২৩ সালের শেষ মুহূর্তে এসে বক্স অফিস মাতিয়েছে দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাসের ‘সালার’ সিনেমা। এরই মাঝে প্রভাসের নতুন সিনেমার ঘোষণা এসেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এ নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন নির্মাতা মারুতি।
নির্মাতা মারুতি তার সোশ্যাল মিডিয়ায় এদিন একটি পোস্টার শেয়ার করে ঘোষণা করেন তার পরবর্তী কাজের কথা। সেখানে নতুন রূপে আসছেন প্রভাস-এমনটাই জানিয়েছেন।
নির্মাতা মারুতি তার পোস্টে লেখেন, ‘উত্তেজিত এবং এ মুহূর্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম! আনন্দের সঙ্গে রেবেল স্টার প্রভাসকে নতুন রূপে নিবেদন করছি। পোঙ্গলে সকলের সঙ্গে দেখা হচ্ছে।’
ভক্ত-অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে প্রভাসের একটি রঙিন ‘প্রি-লুক’ পোস্টার প্রকাশ করা হয় এদিন। ক্যাপশন থেকেই স্পষ্ট সিনেমা নাম বা প্রথম লুক প্রকাশ করা হবে পোঙ্গল উৎসবের আবহে।
প্রভাসের এবারের সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন টিজি বিশ্বপ্রসাদ ও বিবেক কুচিবোতলা। প্রভাসের আগামী এ সিনেমা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আনা হয়নি।
/এমএ/