রবিবার ৬ অক্টোবর ২০২৪
প্রবাসী দিবস উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫:০৬ পিএম
আগামি ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি সংস্থা স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ সম্মাননা, শিক্ষাবৃত্তি ও ‘এনআরবি ডে অ্যাওয়ার্ড’ও প্রদান করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, ২০০৫ সাল থেকে ‘নন-রেসিডেন্সিয়াল বাংলাদেশি (এনআরবি) ডে’ বা ‘প্রবাসী দিবস’ ঘোষণার দাবি জানিয়ে আসছে বেসরকারি সংস্থা স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন। সংস্থা দুটির উদ্যোগে ২০১৭ সাল থেকে ৩০ ডিসেম্বর নিয়মিত দেশে ও দেশের বাইরে বিভিন্নভাবে দিনটি উদযাপন করাও হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবছরও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সংস্থা দুটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম বলেন, প্রবাসীদের মর্যাদার সংকট ও দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়াসে ২০০৫ সাল থেকেই বাংলাদেশ সরকারের কাছে তাদের (প্রবাসী) জন্য একটি বিশেষ দিবস ঘোষণা ও দিনটি উদযাপনের দাবি জানিয়ে আসছিলাম। গতবছরের (২০২২) ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৩০ ডিসেম্বর দিনটিকে ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের প্রস্তাবিত ৩০ ডিসেম্বর দিনটির স্বীকৃতিতে আমরা আনন্দিত। গতবছর তড়িঘড়ি করে দিবসটি সাদামাটাভাবে উদযাপন করা হলেও এবারই প্রথম পূর্ণ প্রস্তুতি নিয়ে জাতীয়ভাবে উদযাপিত হবে ‘প্রবাসী দিবস’।

দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমিরেটাস অধ্যাপক শিল্পী হাশেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ইমিরেটাস অধ্যাপক ড. আতিউর রহমান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম।

প্রথম দিনের আয়োজনে রয়েছে ‘প্রবাসী দিবস’-এর থিম সং, লোগো উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান। এ দিন মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য জাপানের তাকুশোকু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল জাপানিজ স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক পেমা গিয়ালপোকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এছাড়া প্রবাসে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হতাহত ছয় প্রবাসীর সন্তানদের হাতে শিক্ষা সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হবে।

আর দ্বিতীয় দিনের অনুষ্ঠান একই ভেন্যুতে শুরু হবে শনিবার বিকাল সাড়ে ৩টায়। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাপানের তাকুশোকু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল জাপানিজ স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক পেমা গিয়ালপো। এই দিনে এনআরবি-পিবিও সাহিত্য-সংস্কৃতি সম্মেলনের ঘোষণা দেওয়া হবে। একই দিনে ২০২৪ সালের এনআরবি-পিবিও সম্মেলন এবং প্রবাসী দিবস উৎসবের ঘোষণা দেওয়া হবে।

এছাড়াও প্রবাস থেকে দেশে ফিরে এসে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, প্রযুক্তি, আর্থিক সেবা, কৃষি ও সংস্কৃতিসহ সাতটি খাতে বিশেষ অবদান রাখা সাত জন সেরা উদ্যোক্তাকে ‘এনআরবি ডে অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। অনুষ্ঠানে জাপানের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক নিয়ে প্রবীর বিকাশ সরকারের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝