সোমবার ৪ নভেম্বর ২০২৪
নারী ফুটবল দলকে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:১৫ AM
টানা দ্বিতীয়বারের মত সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার ভিন্ন বার্তায় তারা এই অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি আশা করেন, এই অর্জন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

প্রধান উপদেষ্টা তার বিবৃতিতে বলেছেন, “এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।“আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।”

এদিন সন্ধ্যায় বাংলাদেশকে আনন্দের সাগরে ভাসান নারী ফুটবল দলের খেলোয়াড়রা। নেপালের মাটিতে স্বাগতিকদেরকে ২-১ গোলে হারিয়ে দেন তারা।

মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত গোলে জয়ের বন্দরে ভেড়ে লাল সবুজের দল। জয়সূচক গোল করা ফরোয়ার্ড ঋতুপর্ণা পেয়েছেন উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

দুই বছর আগে এই মাঠেই, এই নেপালকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল বাংলাদেশ।

তবে আসরের শুরুটা যে মোটেও ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে দুর্বল পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হারের মুখে পড়ে গিয়েছিল সাবিনারা। শেষমুহূর্তের গোলে ড্রয়ে মাঠ ছাড়তে পারে তারা। এরপর আসতে থাকে দলের মধ্যে ‘কোন্দল আর টানাপড়েনের’ খবর।

তবে সব বাধা সামলে ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেখানে ভুটানকে গুঁড়িয়ে পায় ফাইনালের টিকেট।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝