শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫
   
আর্জেন্টিনায়
বন্ধ করা সত্ত্বেও সংস্কার করতে গিয়ে ধসে পড়ল ১০ তলা হোটেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ২:৩৩ AM
আর্জেন্টিনায় একটি ১০ তলা হোটেল ধসে পড়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশটির ভিলা গেসেলে অবস্থিত এই হোটেলটি ধসে পড়ে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকা পড়া সবাই নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর সিএনএন এর।

হোটেল ধসের ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। তবে কীভাবে তিনি মারা গেলেন সেটি এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় তার স্ত্রীকে উদ্ধার করা হলেও তাদের ছেলে ঘটনাস্থলে ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে সংস্কার কাজ চলছিল। এ ছাড়া গোপনে পৌরসভার অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল।

সিএনএন জানিয়েছে, হোটেলটি বেশ পুরনো, ১৯৮৬ সালে চালু হয়েছিল। এ কারণে এর ভেতরে সংস্কার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টা করা হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝