সোমবার ৪ নভেম্বর ২০২৪
তারেক রহমান নেতা নন, তিনি আদর্শের বাতিঘর: এ আর মাহমুদুল
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪:৫২ পিএম
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবসময় ছিলাম জাতীয়তাবাদের পক্ষে একটি বিশ্বস্ত হাতিয়ার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। এই দীর্ঘ যাত্রায় যুবদল প্রতিটি বিপর্যয়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে, জাতির মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আজকের এই দিবসে আমাদের সংগঠনের ইতিহাস ও গৌরবময় অর্জনকে স্মরণ করে আমরা একত্রিত হয়েছি এক নতুন উদ্দীপনা নিয়ে। যুবদল আছে মানুষের হৃদয়ে,মানুষের সংগ্রামে এবং একদিন আমাদের সংগ্রাম সফলতার শীর্ষে পৌঁছাবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভায় এসব কথা বলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ আর মাহমুদুল হক রোজেন। তিনি বলেন,আমাদের যুব সম্পদ উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছি। দেশনায়ক তারেক রহমান আমাদের জন্য শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমাদের আদর্শের বাতিঘর,আমাদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। তাঁর নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ,আর যখন তিনি ঘোষণা দেন,তখন আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি। এই সাহসী মানসিকতা আমাদের দিচ্ছে এক নতুন উদ্দীপনা। প্রতিটি পদক্ষেপে আমরা তাঁর নেতৃত্বে অগ্রসর হচ্ছি, সংগ্রামে সমবেত হয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি, আমাদের আদর্শকে কেউ দমন করে রাখতে পারবে না। আজ,আমরা একসাথে যে গণতান্ত্রিক অভিযাত্রায় রয়েছি,মানুষের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি, তাতে সর্বোচ্চ দৃঢ়তা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আছে ও থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

রবিবার সকালে উপজেলা বিএনপির পার্টি অফিসে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা যুবদল বিনামূল্যে মেডিকেল সেবা ও আলোচনা সভার আয়োজন করে। পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামের সভাপতিত্ব ও পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোশাধ্যক্ষ এসএম মুক্তার কবির খান, রাজবাড়ী জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান, পাংশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ আর মাহমুদুল হক রোজেন,পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক টুকু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত সরদার, যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, রাজবাড়ী জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লতিফ খান, মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, ছাত্রদল নেতা সজীব, বিএনপি নেতা সিরাজুল ইসলাম পেনু,যুবদল নেতা ফরিদ সরদার, শফিউল্লাহ শফি সহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবগন উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝