জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত নির্বাচন আয়োজন করা নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা বিসর্জন হতে দেওয়া যাবে না।আর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকার ক্ষমতায় আসবে। সেই সরকারই দেশের উন্নয়নে কাজ করবে।
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১ টায় পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার প্রধান সড়কের অলিতে গলিতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় লিফলেট বিতরণ শেষে এক পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এসব কথা বলেন।
নাজমুল হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া পাওয়া একটাই খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলতে হবে, আমাদের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার পালন করার অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে বিগত ১৬ বছরে ৯২ হাজার কোটি টাকা যারা লুট করে নিয়েছে এমন ব্যক্তিরা যেন বাংলাদেশ আর জন্মগ্রহণ করতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসির আহমদ মোল্লা,সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান শেখ, সহ সভাপতি বাহাদুর শেখ,মনির শেখ, দুলাল হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, এমদাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন, মোঃ জুয়েল মোল্লা, মোঃ জুয়েল হাওলাদার,সহ দপ্তর সম্পাদক জুয়েল হাওলাদার, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মোঃ মাইনুল ইসলাম মিথুন, সদস্য সচিব নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ মাতুব্বর, মোঃ শাহেদুল ইসলাম,আশিক ইকবাল রনি,সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএ মাসুদ হাওলাদার, সদস্য সচিব সজল শিকদার, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান শুভ, জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবির, সদস্য সচিব মোঃ জুয়েল রানা সহ শতাধিক নেতাকর্মী।
স্বদেশ প্রতিদিন/এমআর