রবিবার ৬ অক্টোবর ২০২৪
কক্সবাজারে পুলিশ হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের কারাদণ্ড
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪২ পিএম
কক্সবাজারে আলোচিত টুরিষ্ট পুলিশ কনস্টেবল পারভেজ হোসেনকে (২৫) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ৪ সেপ্টেম্বর সকালে কক্সবাজার দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন এই রায় ঘোষণা করেন।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোজাফফর আহমদ হেলালী। 

তিনি বলেন, ঘোষিত রায়ে হত্যাকান্ডে দোষী সাব্যস্ত হওয়ায় আবু তাহের মৃত্যুদণ্ড সহ ৫০০০০ টাকার অর্থদন্ড, মোহাম্মদ খালেদ খোকন ও আব্দুল মালেককে ১০ বছরের কারাদণ্ডে দন্ডিত করেছে আদালত। 

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালে ২৩ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টের ঝাউবনে এক পর্যটকের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করছিল একদল ছিনতাইকারী। এসময় সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পারভেজ ছিনতাইকারীদের ধরতে এগিয়ে গেলে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম অভিযান চালিয়ে শহরের ঘোনারপাড়া থেকে আবু তাহের ও আবদুল মালেককে আটক করেন।

প্রসঙ্গত, পারভেজ হত্যাকান্ডের ঘটনায় কনস্টেবল রাজীব চাকমা বাদী হয়ে ৭ জনের বিরদ্ধে মামলা দায়ের করেন। নিহত পারভেজ হোসেন কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝