সোমবার ৪ নভেম্বর ২০২৪
ভালুকায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৫ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মহাসড়কের কালার মাস্টার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী বেকাররা। প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে চাকরি প্রত্যাশী হাজার  হাজার বেকার বিভিন্ন স্লোগান নিয়ে এই বিক্ষোভে অংশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে ঢকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এসময় একাধিক কারখানার গেইটে হামলা ও ভাংচুর করেন চাকরি প্রত্যাশীরা। 

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়। 

শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলো চাকরি প্রত্যাশী বেকাররা, আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল এখন স্বাভাবিক করে দেয়া হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝