রবিবার ৬ অক্টোবর ২০২৪
রূপগঞ্জে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানের পদত্যাগ দাবি
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ২:১০ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি আক্তার  মিলির পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কাঞ্চন-রূপসী   সড়কে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা জানান, প্রধান শিক্ষক মনি আক্তার ছিলেন একজন কম্পিউটার শিক্ষক কিন্তু তার স্বামী হাবিব মোল্লা আওয়ামীলীগের তৎকালীন মন্ত্রী গাজীর ক্ষমতা ব্যাবহার করে যোগ্য শিক্ষকদেরকে রেখে অবৈধ উপায়ে প্রধান শিক্ষক বনে যান। তারপর থেকে তিনি আওয়ামী সরকারের ক্ষমতা ব্যবহার করে নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়ে আসছেন। শুরু হয় নানা অনিয়ম। অন্যায় ভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, স্কুলে অর্থ আত্বস্বাৎ, স্কুলের গাছ কেটে বাড়ির ফার্নিচার তৈরি, টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস, দলীয় মিটিং মিছিলে যেতে বাধ্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা না দিয়ে নিজস্ব লোককে সুবিধা দেয়াসহ নানা অনিয়ম আর দুর্নীতি করে কয়েক বছরে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে গতকাল (১৯ আগষ্ট) ভুলতা-গাউসিয়া এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন করেছিলেন। তারই অংশ হিসেবে আজকে কাঞ্চন-রূপসী সড়কের হাটাবো এলাকায় অবরোধ করে প্রধান শিক্ষক মনি আক্তারের পদত্যাগ চেয়ে "এক দফা এক দাবি" কর্মসূচি পালন করছেন। এসময় শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেয়া বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝