প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১২:১৬ পিএম আপডেট: ১৯.০৮.২০২৪ ৩:৩০ PM
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মাইক্রোবাসের চালক।
সোমবার (১৯ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে হাটিকুমরুল-রাজশাহী মহাসড়কের চড়িয়াশিখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিমুদ্দিন (৬৪), স্ত্রী নার্গিস খাতুন (৪৬), ভাই জামাল উদ্দিন (৪৫) ও ছেলে কামাল হোসেন (৩২)।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্বদেশ প্রতিদিন/এমআর