রবিবার ৬ অক্টোবর ২০২৪
সাজেকে দুর্বৃত্তদের হাত থেকে নারী পর্যটককে বাঁচালো সেনাবাহিনী
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১১:৪৯ AM
রাঙামাটির সাজেকে যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় এক নারী পর্যটককে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই পর্যটক। এ সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরও চার সদস্য।

অপহরণচেষ্টার শিকার পর্যটকের নাম মার্লিনা রেমা। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা থেকে আসা ৭ বন্ধুর সঙ্গে এই নারীও সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় ৬ জন দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে টেনেহিঁচড়ে ওই নারীকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনী টহল দলের উপস্থিতি দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়।

এ সময় ওই এলাকায় প্রায় ১০০-১৫০ জন স্থানীয় বাসিন্দা সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে। তারা অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায় এবং উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যেতে বাধা দেয়। এ সময় তারা অপহরণে বাধাপ্রদানকারী আরও ৪ পর্যটককে মারধর করে। সেনাবাহিনী অপহরণচেষ্টার শিকার ওই পর্যটককে নিকটস্থ ক্যাম্পে নিরাপদে নিয়ে যায় এবং আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে পর্যটককে পুলিশের হাতে তুলে দিলে তারা তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, অপহরণকালে ওই নারী পর্যটক ও অন্যদের সেনাবাহিনী উদ্ধার করে। পরে তাদের সাজেক থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ায় তাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে পুলিশ।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝