রবিবার ৬ অক্টোবর ২০২৪
কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিল ঘিরে রেখেছে আ.লীগ নেতাকর্মীরা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১:২৫ পিএম
কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিল ঘিরে রেখেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে করে নগরীর কান্দিরপাড়, নিউমার্কেট ও জিলা স্কুল স্টেডিয়াম এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

জানা গেছে, শনিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল এলাকায় গণমিছিলের উদ্দেশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলকারীদের মিছিল আটকাতে ঘটনাস্থলের দুই পাশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়।

প্রায় দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। অপরদিকে, স্টেডিয়াম মার্কেট এলাকায় কাউন্সিলর মো. রায়হান আহমেদ ও নিউমার্কেট এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে এসেছি। আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা সৃষ্টি করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের দুই পাশে পথ আটকে দিয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝