প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১২:৫৬ পিএম
রাজধানীর খিলগাঁওয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ডাকা গণমিছিল সফল করতে খিলগাঁও রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচের রাস্তায় কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হয়েছেন। পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।
শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে থেকে রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
খিলগাঁও মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পাশাপাশি তাঁদের ঘোষিত ৯ দফা দাবি নিয়েও বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সড়ক অবরোধ থাকায় ১২টার কিছু আগে পুলিশের একজন কর্মকর্তা কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে যান। ওই কর্মকর্তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তার দিকে অনেকে তেড়েও যান।
এ অবস্থা দেখে ওই কর্মকর্তা অনেকটা দৌড়ে স্থান ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর অন্য একজন পুলিশ কর্মকর্তা গিয়ে তাদের সহিংসতা না করে আন্দোলন করার অনুরোধ জানান। এসময় শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
এরপর ওই পুলিশ কর্মকর্তাও স্থান ত্যাগ করেন।
স্বদেশ প্রতিদিন/এমআর