প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১১:০৯ পিএম
রাজবাড়ীতে মোঃ রাজু আহম্মেদ (২৯) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজু রাজবাড়ী জেলা শহরের ধুনচি গ্রামের মোঃ জিলাল ব্যাপারীর ছেলে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড শাখার আমির।
এ ঘটনায় রাজুসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ও রাজবাড়ী থানার এসআই মোঃ কামরুল হাসান জানান, গত বুধবার ভোরে তারা জানতে পারেন গ্রেফতা জামায়াত নেতা রাজুর বাড়িতে গোপন বৈঠক চলছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুুলশের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। সে সময় বৈঠককারীরা দৌড়ে পালিয়ে যায়। তবে তারা রাজুকে গ্রেফতার করতে সমর্থ হন। সে সময় তার বসতঘর থেকে জামায়াতের ৪টি চাঁদা আদায় রশিদ বই, জামায়াতের পাঠ্যসূচি সম্মলিত ৩টি বই, ৭০টি লিফলেট, ৪০টি সদস্য ফরম, রিপোর্ট ফরম ২৫টি, লাল টেপে মোড়ানো ২টি অবিস্ফোরিত ককটেল, ব্যক্তিগত রিপোর্ট বই ১০টি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ লিয়াকত হোসেন জানান, মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর