প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ২:২৬ পিএম আপডেট: ৩০.০৭.২০২৪ ৫:৩৪ PM
দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে সেই সিদ্ধান্ত আজ (৩০ জুলাই) নেওয়া হতে পারে। রেলমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠক হবে। বৈঠকে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
জানা গেছে, বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে রেলপথ মন্ত্রনালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। গত বুধবার সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলেছিল, তবে বৃহস্পতিবার থেকে এসব ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। শুধু বিজিবির পাহারায় কয়েকটি তেলবাহী ট্রেন চলাচল করছে।
স্বদেশ প্রতিদিন/এমআর