প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩২ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। খাল-বিলের পানি নেমে যাওয়ার পরই আগাছা পরিষ্কার, হাল চাষ এবং মই দিয়ে জমি প্রস্তুত করে এখন চারা রোপণ শুরু করেছেন তারা। শীত উপেক্ষা করে ভোর থেকে বিকাল পর্যন্ত চলছে চারা রোপণের কাজ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে দেখা গেছে, ১৪টি ইউনিয়নের আবাদি জমিগুলোতে কৃষকরা শীতের মধ্যেই সকাল থেকে বিকাল পর্যন্ত হাল চাষ, মই দেওয়া, সার প্রয়োগ, জমির আইল নির্মাণ, পানি সেচ, বীজতলা থেকে ধানের চারা তুলে তা জমিতে রোপণ করছেন। কিছু কিছু অঞ্চলে দেখা গেছে, কর্মব্যস্ত কৃষক ও শ্রমিকরা মাঠেই খাবার খাচ্ছেন। বর্তমানে শ্রমিকদের মজুরি হিসেবে প্রতিদিন তিন বেলা খাবারসহ জনপ্রতি ৫৫০থেকে ৬০০ টাকা দিচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি অধিদপ্তর থেকে যানা যায়, উপজেলার বোরো ধানের মধ্যে হাইব্রিড, উফশি, ব্রি-২৯, ব্রি-৮৯, ব্রি-৯০, ব্রি-২৮, ব্রি-৭৪-সহ স্থানীয় জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা অনেকটা ভালো রয়েছে। উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রায় ২১ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।’
রাহাতুজ্জামান/এম/