রবিবার ১০ নভেম্বর ২০২৪
কামরাঙ্গীরচরে আলোচিত গৃহবধূ হত্যার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৮ পিএম আপডেট: ১২.০২.২০২৪ ৮:২০ PM
কামরাঙ্গীরচর এলাকায় গৃহবধূ রোজিনা হত্যার মূল আসামি ও তার সহযোগীকে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যার কাজে ব্যবহৃত আয়না ভাঙ্গা অংশ বিশেষও উদ্ধার করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রোজিনা হত্যার মূল আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন- মালা সাহা (২৫) ও সঞ্জিত সাহা আকাশ (৩১)।

মামলা সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে নওমুসলিম মো. আকাশ ওরফে সঞ্জিত সাহা’র সঙ্গে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের পরে তাদের ঘরে সৌরভী (৪ মাস) নামে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিছুদিন পরে ভিকটিম জানতে পারেন যে, তার স্বামী আগে আরো একটি বিয়ে করেছেন। সেই ঘরে দুটি সন্তান রয়েছে। এসব বিষয়ে স্বামী-স্ত্রী এবং প্রথম স্ত্রীর (মূল আসামী মালা সাহা) মধ্যে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ হতো। এরই ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯টা থেকে দুপুরের মধ্যে যে-কোনো সময় কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম ওয়াপদা মসজিদ সংলগ্ন হাজী মো. বদরুদ্দিনের বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। হত্যার পর থেকে আসামীরা পলাতক ছিলেন। 

এরপর ভিকটিমের বাবা মো. আ. রহিম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে এই হত্যা মামলার রহস্য উদঘাটন করে আসামীদের গ্রেপ্তার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানান আসামীরা।  

/এম/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝