প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৭ পিএম
মিয়ানমারে চলমান যুদ্ধের মধ্যে রাখাইনের সিত্তে শহরে বাংলাদেশ কনস্যুলেটের কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “সিত্তে, যেটি আকিয়াব ছিল আর কি, সেটা থেকে আমাদের যারা নাগরিক ছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আমাদের মিশনে কর্মরত যারা, তাদের ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।”
মিয়ানমারের সীমান্তের ওপারে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে গত কয়েক সপ্তাহ ধরে। এই যুদ্ধের মধ্যে গুলি ও মর্টার শেল এসে পড়ছে এপার। এরকম ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন।
এসব ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ এলাকায় আত্মীয়-স্বজনের বাড়িতে। ঝুঁকিপূর্ণ এলাকায় স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
বিদ্রোহীরা সীমান্ত চৌকি দখল করে নেওয়ায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সোয়া তিনশ সদস্য গত সপ্তাহে পালিয়ে বাংলাদেশে এসে ঢুকেছে। তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে ফেরত পাঠানোর জন্য।
/এম/