শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫
   
খোলামেলা গাউনে দ্যুতি ছড়াচ্ছেন চল্লিশোর্ধ রুনা খান
বিনোদন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৪ পিএম
দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন। দিন যতই যাচ্ছে বয়স যেন কমছেই না এই অভিনেত্রীর। মাঝে মধ্যেই ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। কখনও অভিনয়ে, কখনও বা ফেসবুকে ছবি দিয়ে। ইন্টারনেট দুনিয়ায় কখনো শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনো সাহসী পোশাকে উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। এসবের মাঝেই এবার মেরুন কালারের খোলামেলা গাউনে চমক দেখালেন তিনি। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেইজে বেশ কিছু ছবি পোস্ট করেন। আর এর কিছু সময় পরেই সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই ছবিগুলোর প্রশংসা করে নানা মন্তব্য করেন।

এদিকে শনিবার (১০ ফেব্রুয়ারি) ‘নো মেকআপ’ লুকে দেখা দেন রুনা। অভিনেত্রীদের মাঝে এই ট্রেন্ডটা বেশ জনপ্রিয়। বলিউড, টলিউড থেকে ঢালিউডের অনেক তারকাকেই গা ভাসাতে দেখা গেছে এই ট্রেন্ডে। এবার তাদেরই স্রোতে গা ভাসালেন রুনা খান। নিজবাড়িতেই আয়নার সামনে দাঁড়িয়ে ‘নো মেকআপ’ লুকে মিরর সেলফি তুলেছেন অভিনেত্রী। যা দেখে রীতিমতো অবাকই হয়েছেন ভক্তরা।

ফেসবুকে সেই ছবি প্রকাশ করে রুনা লিখেছেন, যে জীবন ঘরের। যে জীবন প্রেমের। হ্যাশট্যাগে জানিয়েছেন, নো মেকআপ। নো ফিল্টার।

ছবিতে রুনাকে দেখা গেছে, টি শার্টে। চুলগুলো ছেড়ে মুচকি হাসিতে আয়নার দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী।

এরআগে ই রাজধানীতে ‘খাদি ফ্যাশন উইক’ মাতিয়েছেন রুনা খান। যেখানে প্রথমবারের মতো র‌্যাম্পে হেটেছেন অভিনেত্রী। শো-স্টপার রুনা খানের পোশাক ছিল আবার একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝