প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৩ পিএম
মিয়ানমারে চলমান সংঘর্ষ ঘিরে বান্দরবানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ঘুমধুম উচ্চবিদ্যালয়ে ছিল, তাদের পরীক্ষা ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে।’
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
/এম/