রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
ঢাকায় অনুষ্ঠিত হলো লেজিট আড্ডা
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:০৩ পিএম
বাংলাদেশের স্বনামধন্য ২০ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নামকরা ক্লাবের বাছাইকৃত প্রায় এক শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত ২৮ শে ডিসেম্বর ইএমকে সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয় “লেজিট আড্ডা” শীর্ষক ইভেন্ট। এই আয়োজনে বক্তা হিসেবে যুক্ত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিহাব হাসান নিয়ন, খালিদ ফারহান ও আশিকুর রহমান তুষার।

মূলত কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী শিক্ষার্থীদের সাথে খ্যাতনামা কন্টেন্ট ক্রিয়েটরদের সরাসরি সংযোগ স্থাপন করার মাধ্যমে তাদের সামনে কন্টেন্ট ক্রিয়েশনের বিভিন্ন আঙ্গিক তুলে ধরা, বাস্তবধর্মী দিকনির্দেশনা দেওয়া এবং বক্তাদের নিজেদের দীর্ঘ যাত্রার মূল্যবান কিছু অভিজ্ঞতা উপস্থাপন করাই ছিল ভিন্নধর্মী এই আয়োজনের মূল উদ্দেশ্য।

দু’ঘন্টা ব্যাপী এই আড্ডার শুরুতেই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর সিহাব হাসান নিয়ন বলেন, “তরুণ প্রজন্মের সাথে আড্ডা দেওয়া বা অভিজ্ঞতা ভাগ করে নেয়া বরাবরই আনন্দের। আর আড্ডার বিষয় যদি হয় কন্টেন্ট ক্রিয়েশন- তাহলে তো আর কথাই নেই।”

টেক কন্টেন্ট ক্রিয়েটর আশিকুর রহমান তুষার তার ভালোলাগার কথা ব্যক্ত করে বলেন, “আমি সবসময় সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানকে সাধুবাদ জানাই কারণ এই ধরনের অনুষ্ঠানে বক্তা-শ্রোতার মাঝে যথার্থ সংযোগ স্থাপিত হয় যা থেকে উভয় পক্ষই লাভবান হয়।” তিনি আরো জানান যে, লেজিট আড্ডাকে তার কাছে প্রকৃতপক্ষেই লেজিট মনে হয়েছে।

খালিদ ফারহান “লেজিট আড্ডা”র‌ সম্পূর্ণ আয়োজন নিয়ে তার মুগ্ধতার কথা প্রকাশ করেন এবং সাধুবাদ জানিয়ে বলেন “এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো হওয়া উচিত যেখানে কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী সকলের সম্মিলন ঘটবে এবং এই পেশার ভালো-খারাপ সব দিক নিয়ে আলোচনা করা হবে।”

লেজিট বান্দার কর্ণধার আইমান সাবিত এই সফল ইভেন্ট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,‌ “আজকের এই আয়োজন থেকে যদি একজন ব্যক্তিও উপকৃত হন এবং ভবিষ্যতে বাংলাদেশকে মানসম্মত কন্টেন্ট উপহার দিতে সক্ষম হন, তাহলে এটিই হবে আমাদের চূড়ান্ত সার্থকতা।” এছাড়া তিনি তার পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ তিনি মনে করেন সকলের সম্মিলিত প্রচেষ্টাই একটি ইভেন্টের সাফল্যের চাবিকাঠি।

আলোচনা পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থীরা কন্টেন্ট ক্রিয়েটরদের সরাসরি বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন করার সুযোগ পেয়েছিল। সেই সাথে একটি গেমিং রাউন্ড ও ছিল, যা সম্পূর্ণ অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তুলতে সাহায্য করেছে।

এই সুন্দর আয়োজনের সাথে পার্টনার হিসেবে ছিল টেন মিনিট স্কুল, ফার্স্ট ফিল্ম, গ্রামীণ ডানোন-শক্তি+, টিকহোস্ট, ট্রেন্ডলাইন, কন্টেন্ট ক্রিয়েটর 360, নস্টালজিক, মার্কেট ক্যানভাস, কুপার্স, এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটাল, এবং অন্যান্য মিডিয়া।

সবমিলিয়ে সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল “লেজিট আড্ডা”, যা কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে সকলের বিশ্বাস।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝