রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার ৪০ শতাংশ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:০১ AM
ইসরায়েলের চলমান হামলার জেড়ে গাজার প্রায় অর্ধেক মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখ বাসিন্দা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ শতাংশ অবকাঠামো। 

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার জাতিসংঘ জানায়, গাজা বিপর্যয়কর ক্ষুধায় ভুগছে এবং প্রায় অর্ধেক জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

‘মানুষ ক্ষুধার্ত ও খাদ্যের জন্য মরিয়া’ উল্লেখ করে গাজার ইউএনআরডব্লিউএ পরিচালক টমাস হোয়াইট বলেন, ‘জনসংখ্যার ৪০ শতাংশ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।’

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি বলেন, নিয়মিত আরও সরবরাহ প্রয়োজন। উত্তর গাজাসহ সব এলাকায় আমাদের নিরাপদ ও স্থায়ী মানবিক প্রবেশাধিকার দরকার।

ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজরিনি বলেছেন, অর্থপূর্ণ, বাধাহীন ও নিঃশর্ত মানবিক সহায়তা ও বাণিজ্যিক প্রবাহ দুর্ভিক্ষ প্রতিরোধ করতে পারে।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৬২৭ হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫৬ হাজার ১৬৫ জন। গতকাল শনিবার অবরুদ্ধ ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝