রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
নর্থ সাউথ এমসিজে ডিপার্টমেন্টের ‘ফিল্ড ট্রিপ’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৩ পিএম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের বিভাগের উদ্যোগে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও নিউ মিডিয়া কোর্সের একদল শিক্ষার্থী দিনব্যাপী নুহাশ পল্লী ভ্রমণ করেন।সেখানে শিক্ষার্থীরা লেখক হুমায়ূন আহমেদের জীবন ও তার কাজের উপর গবেষণামূলক কার্যক্রম করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্ত্বাবধানে ২০ জন শিক্ষার্থীরা কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে কয়েকটি দলে হুমায়ূন আহমেদের উপর ভিন্ন ভিন্ন তথ্যচিত্র তৈরি করেন।

নিউ মিডিয়া শিক্ষার্থী ইশতিয়াক বলেন, ‘হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বেশকিছু বই পড়ার কারণে স্বাভাবিকভাবেই লেখকের জীবনের বিভিন্ন দিক নিয়ে জানার সুযোগ হয়েছে। কিন্তু আজ  নুহাশ পল্লীতে এসে তার প্রিয় জায়গা ভ্রমণ করে বই পড়ে অর্জন করা জ্ঞানের পাশাপাশি নিজ চোখে দেখে অনেক নতুন কিছু শিখছি লেখক কে অনুভব করতে পারছি।

আরেক  শিক্ষার্থী ফাহিমা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখতাম, নুহাশ পল্লীতে অনেক সিরিজের শুটিং হয়েছিল তাই আমি সেই জায়গাগুলিতে খুব উত্তেজিত ছিলাম এবং এটি আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। হুমায়ূন আহমেদই একমাত্র বাঙালি লেখক যে আমাকে তার লেখায় আকৃষ্ট করেছিল। আমি কখনই বইয়ের কীট ছিলাম না তবে তার মনোমুগ্ধকর গল্পগুলি আমাকে পুরো উপন্যাসটি পড়া শেষ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ যে আমাকে নুহাশ পল্লী দেখার এই সুযোগ দেওয়া হয়েছে।

সেখানে টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আবু সুফিয়ান শিক্ষার্থীদের সাথে পর্যটন, নিরাপত্তা, এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ বিষয়ে কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন, প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জানালিজম বিভাগের টেলিভিশন অ্যান্ড মিডিয়া কোর্সটি জিইডি কোর্স হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ২০টি সেকশনে ১ হাজার শিক্ষার্থী কোর্সটি করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝