প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১:৫০ পিএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) এ মামলা দায়ের করেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের (ডিআইআরসিও) এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বিচারে বলপ্রয়োগ এবং বাসিন্দাদের জোরপূর্বক অপসারণের কারণে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধরা পড়া বেসামরিক নাগরিকদের দুর্দশা নিয়ে দক্ষিণ আফ্রিকা গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে ইসরায়েলিসহ সব বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সমস্ত সহিংসতা এবং হামলার নিন্দা জানিয়ে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।
আদালতের আবেদনটি ইসরায়েল যুদ্ধের সোচ্চার সমালোচক দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পদক্ষেপ। গত মাসে দেশটির আইন প্রণেতারা প্রিটোরিয়ায় ইসরায়েলি দূতাবাস বন্ধ করার পক্ষে এবং যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত সমস্ত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পক্ষে ভোট দেয়।
আবেদনে বলা হয়েছে, বিশ্লেষিত কাজের মধ্যে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা।
প্রসঙ্গত, জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েল উভয়ই আদালতের দ্বারা আবদ্ধ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নীতিকে ১৯৯৪ সালে শেষ হওয়া শ্বেতাঙ্গ-সংখ্যালঘু শাসন দ্বারা আরোপিত জাতিগত বিচ্ছিন্নতার অতীত বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করেছেন।
/এমএ/