প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১:৩৯ পিএম
২০২৪ শিক্ষাবর্ষের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রণয়ন করা এ রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
নতুন রুটিন অনুযায়ী, মাদরাসাগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টা ৫ মিনিট পর্যন্ত চলবে।
এনসিটিবি জানিয়েছে, রোলকল করার জন্য মাদরাসার প্রথম পিরিয়ড হবে ৪৫ মিনিট। বাকি পিরিয়ডগুলো হবে ৪০ মিনিট। রুটিনে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো ফাঁকা রাখা হয়েছে। ফাঁকা স্থানে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো সেশন পরিচালনা করতে হবে। আর রুটিনে ১০ম শ্রেণির অংশ ফাঁকা রাখা হয়েছে। ১০ম শ্রেণির রুটিনের বিষয়গুলো মাদরাসার নিজেদের মতো স্থাপন করতে হবে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ধারাবাহিকতায় আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে।
/এম/