বিশ্বের সবচেয়ে ধনী নারীর খেতাব পেলেন ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি ল'রিয়ালের উত্তরাধিকারী ব্যবসায়ী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স। ৭০ বছর বয়সী এই নারী ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করায় মেয়ার্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি। গত বৃহস্পতিবার ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।
মেয়ার্সের দাদার প্রতিষ্ঠিত লরিয়েল কোম্পানি কয়েক দশকের মধ্যে পুঁজিবাজারে এখন শীর্ষে রয়েছে। আর গত বৃহস্পতিবার প্যারিসে ল'রিয়েল শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। করোনা মহামারির পর এখন আগের মতোই আবারও বিক্রি বেড়েছে। কারণ, লকডাউনে আটকে থাকার কারণে মানুষ কম মেকআপ ব্যবহার করেছিল।
উল্লেখ্য, মেয়ার্স কোম্পানির বোর্ডের ভাইস চেয়ারপারসন। তিনি ও তাঁর পরিবার প্রায় ৩৫ শতাংশ শেয়ারসহ লরিয়েলের একক বৃহত্তম শেয়ারহোল্ডার। ২০১৭ সালে তাঁর মা লিলিয়ান বেটেনকোর্ট মারা যাওয়ার পর তিনি রাজকীয় উত্তরাধিকারী হন।
/এমএ/
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |