প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৭ পিএম
“শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি”শীর্ষক প্রকল্পের ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার শেরপুর ব্রাঞ্চ অফিসে ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ কর্তৃক পরিচালিত যুব ঋণের চেকও বিতরণ করা হয়।
শেরপুর জেলার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে শেরপুর যুব ভবনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত মহা পরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, আইটি হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে বিকাশমান ও সম্ভাবনায় সেক্টর। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে উন্নতির শিখরে পৌঁছাতে হলে আইটি সেক্টরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কোন বিকল্প নেই। বর্তমান সরকার দেশে আইটি বিপ্লব সৃষ্টি করতে বদ্ধ পরিকর। এসময় তিনি ফ্রিল্যান্সার হিসেবে আরও ব্যাপক পরিসরে কাজ করে জাতীয় উন্নতিতে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে শেরপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শেরপুর ব্রাঞ্চের কো- অর্ডিনেটর ,ট্রেইনার এবং দ্বিতীয় ও চলমান ব্যাচের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন
পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের শেরপুর অফিসের অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীসহ কো-অর্ডিনেটর ও ট্রেইনারসহ উপস্থিত সবার সাথে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন।