প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৮ AM
প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদের ফল এক সঙ্গে প্রকাশ করা হয়েছে। এতে নন–ক্যাডারে নবম, দশম ও ১২তম গ্রেডে মোট ৬৪২ জনকে বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।
নন-ক্যাডারে ৬৪২ জনের সর্বোচ্চ ২৭৪ জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে (১২তম গ্রেড) সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৩৮টি পদে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি উচ্চবিদ্যালয়ের বাংলা, জীববিজ্ঞান, ভূগোল ও ধর্মের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে সুপারিশ করা হয়েছে।
সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদটি দশম গ্রেডের।
৪৩তম বিসিএসের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও ক্যাডারের শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তাঁদের মধ্য হতে মেধা ও নিয়োগ যোগ্যতা অনুযায়ী ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’–এর বিধান অনুসারে সরকারের কাছ থেকে পাওয়া চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে নবম, দশম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
/এমএ/