রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে সর্বোচ্চ সুপারিশ প্রাথমিকে
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৮ AM
প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদের ফল এক সঙ্গে  প্রকাশ করা হয়েছে। এতে নন–ক্যাডারে নবম, দশম ও ১২তম গ্রেডে মোট ৬৪২ জনকে বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে। 

নন-ক্যাডারে ৬৪২ জনের সর্বোচ্চ ২৭৪ জনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে (১২তম গ্রেড) সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৩৮টি পদে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি উচ্চবিদ্যালয়ের বাংলা, জীববিজ্ঞান, ভূগোল ও ধর্মের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে সুপারিশ করা হয়েছে।

সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদটি দশম গ্রেডের।


৪৩তম বিসিএসের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও ক্যাডারের শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তাঁদের মধ্য হতে মেধা ও নিয়োগ যোগ্যতা অনুযায়ী ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’–এর বিধান অনুসারে সরকারের কাছ থেকে পাওয়া চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে নবম, দশম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝