রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
৪৩তম বিসিএসের ফল হতে পারে আজ, সভা ডেকেছে পিএসসি
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:২৪ পিএম
৪৩তম বিসিএসের ফলাফল আজ মঙ্গলবারই হতে পারে। ফলাফল প্রকাশ করার আগে আজ বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ সভা শেষে ফলাফল প্রকাশ করা হতে পারে। এ বিষয় নিয়ে জানতে চাইলে পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তুত। আজই ফলাফল প্রকাশ করা হতে পারে। সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ফলাফল প্রকাশিত হলে তাতে ক্যাডার ও নন–ক্যাডার একত্রে দেওয়া হবে।’

এদিকে ৪৩তম বিসিএসে ক্যাডারের পদে যুক্ত হচ্ছে আরও ৪০৪টি পদ। এই পদ যুক্ত হলে এই বিসিএস থেকে নিয়োগ পাবেন ২ হাজার ২১৮ জন। নতুন যুক্ত হওয়া পদের মধ্যে বেশি যুক্ত হবে কৃষি ক্যাডারে। এ চাহিদাপত্র পেয়েছে  পিএসসি। সাংবিধানিক প্রতিষ্ঠানটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির এক সদস্য গণমাধ্যমকে বলেন, শেষ সময়ে এসে কৃষি মন্ত্রণালয় জনপ্রশাসনকে বেশ কিছু পদ বাড়ানোর আবেদন করে। পরে জনপ্রশাসন আরও কয়েকটি ক্যাডারের পদসহ মোট ৪০৪টি পদ বাড়াতে পিএসসিকে চাহিদাপত্র দেয়। এখন সেই পদগুলো ৪৩তম বিসিএসের ক্যাডার পদের সঙ্গে যুক্ত হচ্ছে। এই বিসিএসে ক্যাডার ও নন–ক্যাডারের ফলাফল একসঙ্গে দেওয়া হবে বলে জানান তিনি।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝