প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:১৩ AM
কিডনিসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আলতাফ হোসেন (৫২)।
দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজারহাট সংবাদদাতা ও প্রেসক্লাব রাজারহাটের সহ-সভাপতি সাংবাদিক আলতাফ হোসেন সরকার সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান। আলতাফ হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক আলতাফ হোসেন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের বাসিন্দা মৃত আব্দুর রহমানে ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ডাংরারহাট জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে নিজ বাড়িতে দাফন করার কথা রয়েছে। আলতাফ হোসেন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু নুর মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
আরো শোক প্রকাশ করেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।
/এম/