রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের বার্তা দিলেন চেয়ারম্যান
ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪:৪১ পিএম
কুষ্টিয়া-৪ আসনে নৌকায় ভোট না দিলে ভাতাসহ সুযোগ-সুবিধা বন্ধের আগাম বার্তা দিয়েছেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মঞ্জু। 

তিনি বলেন, ‘কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে নৌকা মার্কায় ভোট না দিলে সব সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল হয়ে যাবে।’ 

তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর এলাকায় উঠান বৈঠকে এমন বক্তব্য দেন চেয়ারম্যান এনামুল হক মঞ্জু।

ফেসবুকে সাজ্জাদ হোসেন নামে একটি আইডি থেকে ভিডিওটি প্রথমে নজরে আসে সবার। পরবর্তী সময়ে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, নৌকার পক্ষে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় শতাধিক নারী ও কার্ডধারীদের উদ্দেশ্যে চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলছেন, ‘সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করতে পারছে। এটা জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট না দিলে এইসব সুযোগ-সুবিধা-ভাতা বাতিল হয়ে যাবে। অন্য কোনো ক্যান্ডিডেটরা ভোট চাইলে আপনারা বিভ্রান্ত হবেন না। নৌকা প্রতীক দিয়ে খোকসা-কুমারখালীতে একজনকে পাঠিয়েছে। সে হচ্ছে সেলিম আলতাফ জর্জ। এই প্রতীক (নৌকা) বাদে ভোট দিলে সব উন্নয়ন কিন্তু বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ভোট তো কাউকে না কাউকে দেওয়াই লাগবে। নৌকায় ভোট দিয়ে যদি এলাকার উন্নয়ন, বিভিন্ন ভাতা, আপনাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ এগুলো যদি করতে পারি, এগুলো বড় পাওয়া। আমরা নৌকার পক্ষে ভোট ভিক্ষা করতে এসেছি। আমরা সবাই নৌকায় ভোট দেবো ইনশাআল্লাহ।’

বক্তব্যের বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু  বলেন, ‘এটা কোনো হুমকি ছিল না। যা বলেছি আত্মবিশ্বাসের জায়গা থেকে বলেছি। শেখ হাসিনার সরকার বার বার দরকার, কারণ এ  সরকার ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। আগামীতে বর্তমান সরকার বাদে অন্যকোনো সরকার এলে এগুলো বাদ হয়ে যাবে হয়তো বা এ জন্য কথাগুলো বলেছিলাম।’

এ বিষয়ে আব্দুর রউফের সমর্থক সাজ্জাদ হোসেন বলেন, ‘জনগণ আর বোকার স্বর্গে বাস করে না, এই ভাবে ভয়ভীতি আর মিথ্যা জনগণ কখনোই গ্রহণযোগ্য মনে করবে না। ইনশাআল্লাহ্ জয় হবে সত্যের, জয় হবে সাধারণ জনগণের।’

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  মুখোমুখি অবস্থানে রয়েছেন কুষ্টিয়া-৪  কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের কর্মী সমর্থকেরা। ইতোমধ্যে তাদের মধ্যে একেক পর এক সংঘর্ষ, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, হুমকি, পাল্টাপাল্টি একাধিক অভিযোগ ও মামলা হয়েছে। এসব ঘটনায় উভয়পক্ষের কর্মী-সমর্থক আহত হয়েছেন। দুপক্ষের কর্মী-সমর্থক গ্রেপ্তার হয়েছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এ আসনে একে-অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন বেশি।

/এম/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝