প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১০:৪৬ পিএম
রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সির উদ্যোগে জাফলংয়ে যুব সমাজ কর্তৃক পরিচালিত গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, টুথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সির প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. ফারিজা সাবরীনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পাস্ট সেক্রেটারি রোটারিয়ান ডা. ফয়সাল মাহমুদ খানের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সির পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মোসাদ্দেক হোসাইন, সমাজ সেবক ইকবাল হোসেন, গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. করিম মাহমুদ লিমন, সদস্য নাদিম মাহমুদ, প্রধান শিক্ষক সালমা আক্তার, সেবা ফাউন্ডেশন'র সাধারণ সম্পাদক আল আমিন আজাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. ফারিজা সাবরীনা সংঘঠনের পরিচিতি তুলে ধরে বলেন, ‘রোটারিয়ানরা সারাবিশ্বে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।’
তিনি শিক্ষা উপকরণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলেন, ‘তোমরা সু-শিক্ষিত হও, উচ্চশিক্ষা অর্জন করে দেশের কল্যাণে কাজ করবে। তোমরা পড়ালেখার প্রতি মনোনিবেশ করবে।’
/এম/