প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১:৩৫ পিএম
পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে বগির ১১টি সিট পুড়ে গেছে।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা একটি ট্রেনের বগিতে এ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু মণ্ডল গণমাধ্যমকে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ট্রেনের একটি বগির ১১টি সিট পুড়ে গেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।
/এম/