শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
নিখোঁজ স্বামীর খোঁজে ঋতুপর্ণা!
বিনোদন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:০১ পিএম
পরিচালক ইন্দ্রাশিস আচার্য্যের ‘বিলু রাক্ষস’, পিউপা, পার্সেল ও নীহারিকার মতো সিনেমা সাড়া ফেলেছে বাংলা চলচ্চিত্র সমালোচক মহলে। এবার ভিন্ন প্রেক্ষাপটের গল্প নিয়ে ‘গাজনের ধুলোবালি’ নামক নতুন সিনেমার শুটিং-এর কাজ শুরু করে দিয়েছেন পরিচালক। মুর্শিদাবাদের আজিমগঞ্জে সিনেমাটির আউটডোর শুটিং চলছে।

গ্রাম্যজীবনের রহস্যজনক রাজনীতির এক নতুন দিক উন্মোচিত হবে এই সিনেমাটিতে। যেখানে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীকে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন নবাগত শ্রেয়া সিংহ। থাকছেন, লোকনাথ দে, দেবপ্রসাদ হালদার, শুভঙ্কর মোহান্ত, দীপক হালদার , অপূর্ব বার এবং উমা বন্দ্যোপাধ্যায় এছাড়াও থাকছেন, আজিমগঞ্জ থিয়েটারের কর্মীরা।
  
সিনেমাটিতে একজন খ্যাতনামা সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে। তাঁর স্ত্রী অমৃতার ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা। ঋত্বিকের চরিত্রের নাম অরিন্দম। একটি কাজে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান অরিন্দম। সারা রাত পরেও যখন সে বাড়ি ফেরেন না, তখন নিখোঁজ স্বামীকে খুজে বের করতে থানায় অভিযোগ করতে যান স্ত্রী অমৃতা। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অরিন্দমের সঙ্গে কাজ করতে শ্রীতমা। এই চরিত্রে দেখা যাবে নবাগতা শ্রেয়াকে। শ্রীতমা অমৃতাকে নিয়ে আসে সেই গ্রামে, যেখানে কাজ করতেন অরিন্দম। ধীরে ধীরে উন্মোচিত হয় সেই এলাকার চমকপ্রদ সব সত্যি। সামনে আসতে থাকে গ্রামের ক্ষমতাবান রাজেনের আসল রূপ। এদিকে লোকনাথকে দেখা যাবে সেই গ্রামের মাস্টারমশায়ের চরিত্রে। গ্রামে উন্নয়নের পক্ষে এবং বিপক্ষের লড়ায়ের একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে মাস্টারমশায়কে। তবে অমৃতার সঙ্গে মাস্টারমশায়ের সম্পর্কটি ঠিক কী রকম, তা নিয়ে আপাতত কিছু জানা যায়নি।   

সিনেমায় মিউজিকের দায়িত্বে রয়েছেন জয় সরকার। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পরিচালক ইন্দ্রাশিস  আচার্য্য ও পরিচালক লুব্ধক চট্টোপাধ্যায়। শব্দ পরিগ্রহণ সুকান্ত মজুমদার। পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন অবর্ণ রায়। প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রমোদ ফিল্মস। সিনেমাটি প্রতীক চক্রবর্তীর নিবেদনে তৈরি হবে। এর গল্প লিখেছেন ইন্দ্রাশিস নিজেই।

/এমএ/





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝