প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১:২৯ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমা দেবেন মনোনয়নপত্র।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম।
তবে কোন দল থেকে নির্বাচন করছেন তা এখনও জানা যায় নি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি কোন দল থেকে নির্বাচন করছেন তা জানাতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, ‘দলের নাম আগেই প্রকাশ করছি না। আগামী ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবো। তখনই সবাই জানতে পারবে আমি কোন দল থেকে নির্বাচন করছি।’
এর আগে হিরো আলম বলেছিলেন, সব দল অংশগ্রহণ না করলে এবার তিনি নির্বাচনে যাবেন না। তাহলে নির্বাচনে অংশগ্রহণ করছেন কেন এমন প্রশ্নে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সব দল না করুক, অনেকগুলো দল তো করছে। জাতীয় পার্টি করছে। তৃণমূল বিএনপি তো বিএনপিরই একটা অংশ। এখানে তো বিএনপির বেশিরভাগ নেতারাই আছেন। বিএনপি ছাড়া তো সব দলই অংশগ্রহণ করছে।’
/এমএ/