মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মোরাসালিনের গোলে লজ্জার হার থেকে বাঁচলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১১:৪৬ পিএম
প্রথমার্ধে একাধিক গোল মিস করেছে দু'দলই। দ্বিতীয়ার্ধেও একই ধারায় খেলা চলছিল। এরই মধ্যে গোল হজম করে বাংলাদেশ। এতে টানা দ্বিতীয় হারের শঙ্কা জাগছিল তখন জামাল ভূঁইয়াদের মনে। কিন্তু দলের বিপর্যয়ে এগিয়ে এলেন দলে ফেরা শেখ মোরসালিন। তিনি এক গোল করে সমতায় ফেরান বাংলাদেশকে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বসুন্ধরার কিংস অ্যারেনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লেবাননের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা বাংলাদেশ ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে। কিন্তু ৭২ মিনিটে শেখ মোরসালিন দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর আর কোনো গোল না হলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

প্রথমার্ধে বেশ কয়েকবার লেবাননের ডি বক্সে উঠেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ১০৪ নাম্বারে থাকা লেবানিজদের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছিলেন জামাল ভূঁইয়ারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। মাঠ ছাড়তে হয় গোলশূন্য ড্র নিয়ে।

বিরতি থেকে ফিরে লেবানন বেশ কয়েকবার আক্রমণে উঠে। বাংলাদেশকে কিছুটা খাপ ছাড়া মনে হচ্ছিল। হ্যাভিয়ের কাবায়েরো জামালকে উঠিয়ে মাঠে নামান রবিউল হাসানকে। এর মধ্যে ৬৭ মিনিটে ওসমান গোল দিয়ে বসেন।

জটলার মধ্যে বল বাঁচাতে বদলি গোলরক্ষক শ্রাবণ ক্লিয়ার করতে গিয়ে পারেননি। খালি পোস্ট পেয়ে যান ওসমান। বেশি কষ্ট করতে হয়নি তাকে। আলতো শটে বল জড়িয়ে দেন স্বাগতিকদের জালে।

পাঁচ মিনিট অপেক্ষা। উল্লাসে ভাসে লাল-সবুজের দলও। ডি বক্সের ডান দিকে বল পেয়ে কোনাকুনি নিখুঁত এক শটে বল জালে জড়িয়ে দেন মোরসালিন। ১-১ গোলে সমতা আনে বাংলাদেশ।

ম্যাচজুড়েই দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। বল নিয়ন্ত্রণ, অসাধারণ ড্রিবলিং আর নিখুঁত পাসে বারবার ফাঁকি দিয়েছিলেন লেবানিজদের। তবে বারবার হতাশ হতে হয়েছে।

/এম/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝