প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:৩৯ পিএম

কোরিয়ার তুমুল জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’-এর ডকুমেন্টারি ‘বিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টার’- এর টিজার প্রকাশ পেয়েছে। ২০ সেকেন্ডের টিজারে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুককে দেখা গেছে। ডিজনি প্লাস-এ ডকুমেন্টারিটির প্রথম ও দ্বিতীয় পর্ব দেখা যাবে ২০ ডিসেম্বর।
খবরটি ঘোষণা করা হয়েছে বিটিএস-এর পক্ষ থেকে।
টিজারে তাদেরকে নিজেদের সম্পর্কে কথা বলতে দেখা গেছে। ইউটিউব চ্যানেল শুরু করার ব্যাপারে কথা বলতে শোনা যায় তাদের।
ডকুমেন্টারি সিরিজটিতে বিটিএস-এর ১০ বছর এবং আরও অনেক কিছু দেখানো হবে বলে জানিয়েছে বিটিএস।
বিটিএস-এর তরফ থেকে জানানো হয়, কোরিয়ার স্থানীয় সময় বিকাল ৫টায় (২০ ডিসেম্বর) সিরিজটির প্রথম ও দ্বিতীয় পর্ব আসবে। তৃতীয় ও চতুর্থ পর্ব আসবে ২৭ ডিসেম্বর, পঞ্চম ও ষষ্ঠ পর্ব আসবে ৩ জানুয়ারি এবং সপ্তম ও অষ্টম পর্ব আসবে ১০ জানুয়ারি।
বিটিএস-এর পক্ষ থেকে শেয়ার করা নোটের শেষে লেখা হয়েছে, ‘দশম বর্ষে এসেও সাত সদস্য এখনও একসঙ্গে এগিয়ে চলেছেন, তাদের অতীত নিয়ে ভাবছেন, মন থেকে সত্য গল্পগুলো বলছেন। আমরা আপনাদের সমর্থন ও আগ্রহ চাই বিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টার নিয়ে। ধন্যবাদ।’
/এমএ/