প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৫:৫৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে মনোনয়ন ফরম জমা দেন সাকিব। ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ তিন আসনেই ফরম জমা দেন তিনি।
গত ১৮ নভেম্বর সাকিবের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাকিব এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।
এর আগে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে লড়াই করে নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সেই বছরই নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল সাকিবের।
/এম/