মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
২ দাবিতে ওপেনএআইয়ের কয়েক শ কর্মীর পদত্যাগের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৫:০৩ পিএম
আলোচিত চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কয়েক শ কর্মী পদত্যাগের হুমকি দিয়েছেন। পরিচালনা পর্ষদের কাছে লেখা এক খোলা চিঠিতে তারা পদত্যাগের কথা জানিয়েছেন।

গতকাল সোমবার লেখা খোলা চিঠিতে ওপেনএআইয়ের কর্মীরা মোটাদাগে দুটি দাবি তুলেছেন। প্রথমত, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, চাকরি খোয়ানো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানকে ওপেনএআইয়ে ফেরাতে হবে।

এই দাবিগুলো মানা না হলে ওপেনএআইয়ের ৭০০ কর্মীর প্রায় সবাই পদত্যাগ করতে পিছপা হবেন না। প্রয়োজনে তাঁরা স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের সঙ্গে মাইক্রোসফটে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

খোলা চিঠিতে সই করা ওপেনএআইয়ের কর্মীরা বলেন, ‘আমরা চাই, অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক। দাবি মেনে পরিচালনা পর্ষদের বাকি সদস্যদের পদত্যাগ করতে হবে। স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানকে ফেরাতে হবে। তা না হলে সবাই পদত্যাগ করবেন। স্যাম-গ্রেগের সঙ্গে মাইক্রোসফটে চলে যাবেন।’

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের শীর্ষ পদে রদবদলের নাটকীয়তা ঘিরে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী উদ্বেগে ভুগছেন। তাঁদের মতে, এর জেরে কোটি কোটি ডলার লোকসানের মুখোমুখি হতে পারেন বিনিয়োগকারীরা। এমনকি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কেউ কেউ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন। আলোচনা করছেন আইনি পরামর্শকদের সঙ্গেও।

উল্লেখ্য, গত শুক্রবার প্রতিষ্ঠান পরিচালনায় স্যামের সক্ষমতা নিয়ে পর্ষদের আস্থার ঘাটতির জেরে স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়। যার প্রতিবাদে ওপেনএআয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যান প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। এর পরেই স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান আরেক প্রযুক্তি মাইক্রোসফটে যোগ দিচ্ছেন বলে গতকাল জানা গেছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত একটি আধুনিক গবেষণা দলের নেতৃত্ব দেবেন।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝