মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
আ.লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ব্যারিস্টার আমীর ও মেয়ে তানিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১:৫৬ পিএম
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম ও তাঁর মেয়ে তানিয়া আমীর কুষ্টিয়ার দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। তাঁদের পক্ষে একজন প্রতিনিধি রোববার দুপুরে দলের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে তাঁদের মনোনয়ন ফরম কেনার সমালোচনা করেছেন দলের স্থানীয় নেতারা।

মনোনয়ন ফরম বিক্রির খুলনা বিভাগের জন্য গঠিত কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. হাসান মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, রোববার দুপুরে একজন আইনজীবী এসে দুটি আসনের জন্য ফরম কিনেছেন। ব্যারিস্টার আমীর–উল ইসলাম কুষ্টিয়া-৩ (সদর) ও তাঁর মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আমীর-উল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। তিনি যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন, সেই কুষ্টিয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ।

এ বিষয়ে জানতে আমীর-উল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তাঁর মেয়ে তানিয়া আমীর বলেন, ‘তাঁরা মনোনয়ন ফরম কিনেছেন। এ বিষয়ে মঙ্গলবার জানানো হবে।’

এদিকে আইনজীবী বাবা ও মেয়ের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনায় জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম বলেন, ‘জেলায় দলীয় কোনো কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা নেই। কেন্দ্রেও তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। হঠাৎ কেন তাঁরা মনোনয়ন ফরম কিনলেন, সেই জবাব তাঁরাই ভালো দিতে পারবেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। যে কেউ মনোনয়ন চাইতে পারেন। দলের সভানেত্রী সব খোঁজ-খবর রাখেন। তাঁর কাছে সব বিষয়ে এলাকার সব রকম তথ্য আছে। তিনি কী সিদ্ধান্ত নেবেন সেটা তাঁর বিষয়।’

/এম/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝