প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১:৪২ পিএম আপডেট: ২১.১১.২০২৩ ৫:২৩ PM

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন খাওয়ার মানেকা।
ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা। তিনি অভিযোগ করেছেন যে, ইমরান খান তার সুখের সংসার তছনছ করে দিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা’ শোতে মানেকা বলেন, ‘আমাদের সাংসারিক জীবন ২৮ বছর ধরে ছিল এবং এবং আমরা অনেক সুখী ছিলাম। তিনি আমাদের এই সুখের সংসার নষ্ট করে দিয়েছেন।’
তিনি জানান, ২০১৭ সালের নভেম্বরে বুশরা বিবির সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর দেড় মাসের মধ্যে বুশরা বিবি ইমরান খানকে বিয়ে করেন। তবে এই বিয়ে সম্পর্কে জানতেন না বলে দাবি করেন বুশরা বিবির সাবেক স্বামী।
মানেকা বলেছেন, ‘তাদের বিয়ে নিয়ে আমি এবং আমার সন্তান অবগত ছিলাম না। যখন জিও এবং দ্য নিউজ তাদের বিয়ে নিয়ে রিপোর্ট করে তখনও আমি তা উড়িয়ে দিয়েছিলাম।’
বুশরার সাবেক স্বামী আরও বলেন, ‘আমার মা বলতো ইমরান খান ভালো মানুষ না, তাকে বাড়িতে আসতে দিও না।’
মানেকা দাবি করেছেন, এর আগে তার সম্মতি ছাড়াই ইমরান খান তার বাড়িতে যেতেন। তিনি আরও দাবি করেছেন, তিনি ইমরানকে তার বাড়ি থেকে বেরও করে দিয়েছিলেন। ইসলামাবাদে পিটিআই-এর বিক্ষোভের সময় সাবেক ফার্স্ট লেডির বোন মরিয়ম ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে বৈঠকের আয়োজন করে। এই বৈঠকের পর ইমরান খান এবং বুশরা বিবি ইসলামাবাদে ধারাবাহিকভাবে দেখা করতেন।
সেই সময় পিটিআই প্রধানের অনুরোধে ফারাহ গোগির দেওয়া ফোন নাম্বারে বুশরা ইমরানের সঙ্গে রাতে গোপনে কথা বলতেন বলেও জানান তিনি। তাছাড়া, ইসলামাবাদের বানি গালায় তার আরেক বাড়িতে বুশরা বিবি ইমরানের সঙ্গে দেখা করতো। এবং ইমরানের সঙ্গে বুশরার বিয়ের ছয় মাস আগে সে (বুশরা) মানেকার থেকে আলাদা হয় এবং জোর করা সত্ত্বেও আর বাড়িতে ফেরানো যায়নি বুশরাকে। এরপর ফারাহ গোগির মাধ্যমে তিনি ২০১৪ সালের ১৪ নভেম্বর ডিভোর্স লেটার পাঠান মানেকা।
/এমএ/