মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
তাহলে মাইক্রোসফটে যাচ্ছেন অল্টম্যান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫:২২ পিএম আপডেট: ২০.১১.২০২৩ ৬:১১ PM
চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে ওপেনএআই থেকে বহিস্কারের ৩ দিনের মাথায় নতুন একটি গবেষণায় নিযুক্ত করতে যাচ্ছে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট।

সোমবার (২০ নভেম্বর) মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বিষয়টি জানিয়েছেন। স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যান একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টে নাদেলা বলেন, ‘একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দেবেন স্যাম অল্টম্যান।’ তিনি আরও জানান যে, ওপেনএআই এর আরেক প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটে যোগ দেবেন।

এক্সের পোস্টে সত্য নাদেলা ওপেনএআইতে অল্টম্যানের পরিবর্তে যোগদান করা অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে এমেট শিয়ারের নিয়োগের বিষয়টিও নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা এমেট শিয়ার এবং ওপেনএআই-এর নতুন নেতৃত্ব দলকে জানার এবং তাদের সাথে কাজ করার জন্য আগ্রহী৷  তিনি আরও বলেন,  মাইক্রোসফট ওপেনএআই-এর সাথে তার অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই চ্যাটজিপিটি উন্মুক্ত করে। চ্যাটজিপিটির উদ্ভাবক ও ওপেনএআই সিইও ছিলেন স্যাম অল্টম্যান।

তবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন- এই অভিযোগে চ্যাটজিপিটির উদ্ভাবক অল্টম্যানকে বহিষ্কার করে। 

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝