বুধবার ২৯ নভেম্বর ২০২৩
গাজার হাসপাতালের নীচে ৫৫ মিটার দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:২০ পিএম
গাজ়ার বৃহত্তম হাসপাতাল আল-শিফার নীচে সুদীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি ইসরায়েলের। 

রবিবার সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে (সাবেক টুইটার) সুড়ঙ্গের একটি ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করেছে ইসরায়েল। যদিও এখনও পর্যন্ত এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করা যায়নি।

ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তাদের প্রযুক্তিবিদেরা মাটি খুঁড়ে সুড়ঙ্গটি আবিষ্কার করেন। সুড়ঙ্গটির মুখ বিস্ফোরণ-প্রতিরোধী দরজা দিয়ে বন্ধ ছিল বলে দাবি করেছে ইসরায়েলের। সুড়ঙ্গটি মাটির নীচে ৫৫ মিটার পর্যন্ত বিস্তৃত বলেও দাবি তাদের। স্বাভাবিক ভাবেই আবারওন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে মাটির নীচে সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করার অভিযোগ তুলেছে ইসরায়েল।

হামাস কার্যত স্বীকার করে নিয়েছে যে, গাজ়ায় মাটির তলায় তারা সুড়ঙ্গ বানিয়ে বিস্তৃত একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। তবে হাসপাতাল কিংবা জনবসতিপূর্ণ কোনও এলাকার নীচে সুড়ঙ্গ তৈরি করার অভিযোগকে উড়িয়ে দিয়েছে তারা।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝