প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:২০ পিএম

গাজ়ার বৃহত্তম হাসপাতাল আল-শিফার নীচে সুদীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি ইসরায়েলের।
রবিবার সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে (সাবেক টুইটার) সুড়ঙ্গের একটি ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করেছে ইসরায়েল। যদিও এখনও পর্যন্ত এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করা যায়নি।
ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তাদের প্রযুক্তিবিদেরা মাটি খুঁড়ে সুড়ঙ্গটি আবিষ্কার করেন। সুড়ঙ্গটির মুখ বিস্ফোরণ-প্রতিরোধী দরজা দিয়ে বন্ধ ছিল বলে দাবি করেছে ইসরায়েলের। সুড়ঙ্গটি মাটির নীচে ৫৫ মিটার পর্যন্ত বিস্তৃত বলেও দাবি তাদের। স্বাভাবিক ভাবেই আবারওন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে মাটির নীচে সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করার অভিযোগ তুলেছে ইসরায়েল।
হামাস কার্যত স্বীকার করে নিয়েছে যে, গাজ়ায় মাটির তলায় তারা সুড়ঙ্গ বানিয়ে বিস্তৃত একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। তবে হাসপাতাল কিংবা জনবসতিপূর্ণ কোনও এলাকার নীচে সুড়ঙ্গ তৈরি করার অভিযোগকে উড়িয়ে দিয়েছে তারা।
/এমএ/