মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
ইউটিউবে বাড়বে বিজ্ঞাপনের জ্বালা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৩:৪৩ পিএম
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ঘন ঘন বিজ্ঞাপন নিয়ে ইউজারদের বিরক্তির যেন শেষ নেই। এই  বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকেন ইউজাররা। কিন্তু এবার সমস্ত কৌশল ক্র্যাকডাউন করতে শুরু করেছে ইউটিউব। কেউ চাইলেও ইউটিউবে বিজ্ঞাপন এড়িয়ে যেতে নতুন ট্রিক বের করলেও, তা ব্যবহার করার অনুমতি দেবে না সংস্থা। কেউ যদি সেই বিজ্ঞাপন বন্ধ করতে চান, তাহলে তাকে মোটা টাকা দিয়ে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। আর এই নিয়েই চটেছেন ইউজাররা।

ইতোমধ্যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে কত খরচ পরবে তা জানা গেছে। ১ বছরের সাবস্ক্রিপশন ১২৯০ টাকা এবং ৩ মাসের সাবস্ক্রিপশন ৩৯৯ টাকা। তবে এই খরচ না করেই বিজ্ঞাপনমুক্ত ইউটিউব ব্যবহার করার জন্য অনেকে অফ ব্লকার ব্যবহার করে থাকেন। যেখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য টাকা খরচ না করেই শান্তিতে ভিডিও উপভোগ করা যায়। ফলে সংস্থাটির আয়ে ব্যাপক প্রভাব পড়েছে। এবং লোকসানের মুখোমুখি হতে হচ্ছে সংস্থার। যে কারণে এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব। যার ফলে ইউটিউবে কোনোভাবেই আর  অ্যাড ব্লকার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থা স্পষ্ট জানিয়েছে, বিজ্ঞাপন বন্ধ করতে চাইলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এই সমস্ত পরীক্ষা-নিরীক্ষা ডেস্কটপ থেকে মোবাইল ইউজারদের কাছে নিয়ে যেতে চলেছে ইউটিউব। সংস্থার এমন সিদ্ধান্তে চটেছেন ইউজাররা। সোশ্যাল মিডিয়া সেই ক্ষোভ ছড়িয়ে দিয়েছেন তারা।

ইউটিউব অ্যাড নিয়ে যখন তুমুল শোরগোল, তখন গুগল জানিয়েছে, ইউজারদের কাছে শুধু দুটি অপশনই থাকবে - আপনাকে অ্যাড দেখতে হবে, নয়তো অ্যাড-ফ্রি পরিষেবা পেতে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। ইউটিউব জানিয়েছে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে ইউটিউব মিউজিকও সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝