প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১:০৬ পিএম

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে হরতাল-বিরোধী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওয়াকিল উদ্দিন।
বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-২ এর মোড়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এসময় আলহাজ্ব ওয়াকিল উদ্দিন বলেন, ‘বিএনপির হরতাল-অবরোধ মানেই অগ্নিসন্ত্রাস। তাই রাজধানীবাসীসহ সারাদেশের সাধারণ মানুষের নিরাপত্তায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি আমরা। শান্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো।’
এর আগে, রাজনৈতিক সহিংসতায় মানুষ পোড়ানো বন্ধে রাজধানীর গুলশানে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ‘জেগে ওঠো শান্তির পথে’ শীর্ষক অনুষ্ঠানে ১৮ নভেম্বর যোগ দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওয়াকিল উদ্দিন।
সেখানে একান্ত সাক্ষাৎকারে স্বদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, তারা মানুষের শত্রু। আজ অনুষ্ঠানে অগ্নিসন্ত্রাসে আহত মানুষ দেখে বাকরুদ্ধ হয়েছি। এমন অমানবিকতা মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের পাশে আছেন এবং থাকবেন।’
গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগসহ দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকেও ঘোষিত তফসিলকে স্বাগত জানানোর মিছিলে নেতৃত্ব দেন তিনি।
/এম/