বুধবার ২৯ নভেম্বর ২০২৩
কণ্ঠ শুনেই ১০ সেকেন্ড ডায়বেটিস নির্ণয় করবে এআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৬:২৯ পিএম
কণ্ঠ শুনেই মাত্র ১০ সেকেন্ড ডায়বেটিস আছে কিনা তা বরে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)৷ একটি গবেষণায় দেখা গেছে, এআই প্রায় নির্ভুলভাবে কারো টাইপ-২ ডায়বেটিস আছে কি না তা বলে দিচ্ছে।

অ্যামেরিকান স্বাস্থ্য সংস্থা মায়ো ক্লিনিক সম্প্রতি এই গবেষণাটি করে৷ ক্লিনিকটির পৃষ্ঠপোষকতায় ভারতের ২৬৭ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণাটি করেছেন একদল গবেষক। গবেষণাটি মায়োক্লিনিকের ‘ডিজিটাল হেলথ'-এ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এআই ডায়বেটিক ও নন-ডায়বেটিকদের ভয়েস রেকগনিশন বা কণ্ঠ আলাদা করতে পারে৷ এমনকি তাদের মোবাইলে ধারণকৃত কণ্ঠ শুনে কার টাইপ-২ ডায়বেটিস আছে তা নির্ণয় করতে পারে। 

একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বাক্য দিনে সর্বোচ্চ ছয়বার করে দুই সপ্তাহ ধরে রেকর্ড করেছেন। মোট ১৮,৪৬৪টি রেকর্ডিং ধারণ করা হয়৷ প্রতিটি রেকর্ডিং থেকে ১৪টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বের করে তা বিশ্লেষণ করে এআই। সেই বিশ্লেষণের মাধ্যমে টুলটি যাদের  টাইপ-২ ডায়বেটিস আছে এবং যাদের নেই এমন ব্যক্তিদের মাঝে পার্থক্য করে।

ফলাফলে দেখা যায়, এআই খুবই সফলভাবে ডায়বেটিক ও নন-ডায়বেটিক নারী-পুরুষের মাঝে পার্থক্য করতে পারছে। এমনকি তাদের বয়স ও ‘বডি ম্যাস’ (উচ্চতার বিপরীতে ওজন) বিচার করে সঠিক পার্থক্য নিরূপণ করছে।

উল্লেখ্য,  আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ২৪ কোটি প্রাপ্তবয়স্ক নিজের অজান্তেই ডায়াবেটিস বয়ে বেড়াচ্ছেন, যার প্রায় ৯০ শতাংশ টাইপ-২ ডায়াবেটিস। 

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝