প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৫:৪০ পিএম

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ২৬ বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। তবে বর্তমানে অভিনয়ে খুব বেশি একটা দেখা না গেলেও, শোবিজ অঙ্গনের নানা কর্মকাণ্ডে দেখা যায় তাকে। এর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন এই অভিনেতা।
তবে অনেক বছর পর সিনেমায় তাকে দেখা যাবে বলে জানা গেছে। জি এম ফারুকের পরিচালনায় ২০১৮ সালে ‘যদি আরেকটু সময় পেতাম’ সিনেমটির মহরত হয়েছিল ঢাকায়। যেখানে ফেরদৌসের সঙ্গে অভিনয় করবেন সুইজারল্যান্ডের অভিনেত্রী সেলিন বেরান। মহরতের পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। আগামী বছরের শুরুতে এটি মুক্তি দিতে চান নির্মাতা।
এমন খবরে দারুণ খুশি ফেরদৌস। তিনি বলেন, লন্ডনে শুটিং করার অনুমতি পাওয়া কঠিন বিষয়। এ ছাড়া মাঝে করোনার কারণে অনেক দিন সিনেমার শুটিং বন্ধ ছিল। সব মিলিয়ে শুটিংয়ের জন্য চারবার লন্ডন যেতে হয়েছে। শেষ পর্যন্ত সিনেমাটি দর্শকের সামনে আসছে, এটা শুনে খুব ভালো লাগছে।
গল্পে দেখা যাবে, প্রবাসে বসবাসকারী এক বাঙালি ছেলে সেখানকার স্থানীয় এক মেয়ের প্রেমে পড়ে। মেয়েটি বিদেশি হওয়ায় এ বিয়েতে ছেলের বাবা রাজি হয় না। পরবর্তী সময়ে বাঙালি মেয়ে বিয়ে করে ছেলেটি। এরপর বিভিন্ন টানাপোড়নের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এ সিনেমাটি।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা। গত সপ্তাহে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। আগামী বছর জাতীয় নির্বাচনের পর এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ‘যদি আরেকটু সময় পেতাম’ সিনেমার প্রিমিয়ার হবে লন্ডনে। সেখানেও উপস্থিত থাকবেন ফেরদৌস। বাংলাদেশের সঙ্গে একই সময়ে এটি লন্ডনেও মুক্তির পরিকল্পনা চলছে।
/এমএ/