প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪:২৯ পিএম

মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ান মডেল শেইনিস পালাসিওস।
আজ রোববার মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে অনুষ্ঠিত হয়েছে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার এবারের আসর। এই প্রতিযোগিতায় মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন নিকারাগুয়ার শেইনিস পালাসিওস। এবং বিজয়ী মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স ২০২২-মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।
২৩ বছর বয়সী শেইনিস পালাসিওস প্রথম নিকারাগুয়ান হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। তিনি ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ মিস থাইল্যান্ড অ্যান্টোনিয়া পোরসিল্ড ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন।
উল্লেখ্য, মধ্য আমেরিকার দেশটি ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করছে। এই বছর ৭২ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, ৯০টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমেরিকান টেলিভিশন উপস্থাপক মারিয়া মেনুনোস ছাড়াও আমেরিকান টেলিভিশন ব্যক্তিত্ব জেনি মাই এবং মিস ইউনিভার্স ২০১২ অলিভিয়া কুলপো এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।
/এমএ/