৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শীর্ষ ৩-এ জায়গা করে নেয় থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড, নিকারাগুয়ার মডেল শেইনিস পালাসিওস এবং অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।
স্থানীয় সময় রোববার মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে অনুষ্ঠিত হয়েছে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত প্রশ্নপর্ব রাউন্ড। যেখানে মিসেস পোরসিল্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আপনি যদি এক বছর অন্য কোনো নারীর জীবন যাপন করতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন?’
এমন প্রশ্নের জবাবে সকলকে অবাক করে দিয়ে পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাই-এর নাম বলেন এই সুন্দরী।
২৭ বছর বয়সী পোরসিল্ড বলেন, ‘আমি মালালা ইউসুফজাইকে বেছে নেব কারণ আমি জানি যে সে আজ যেখানে আছে সেখানে পৌঁছানোর জন্য তাকে কতটা সংগ্রাম করতে হয়েছে। তাকে (মালালা) নারী শিক্ষার জন্য লড়াই করতে হয়েছিল এবং সমস্ত নারীরা যাতে শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে এবং অবস্থার পরিবর্তন করে নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত তৈরি করতে পারে তার জন্য লড়াই করেছিলেন তিনি।’ তাই যদি কাউকে বেছে নিতে হত, আমি তাকেই বেছে নিতাম।
অন্যান্য ফাইনালিস্টদেরও একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যার উত্তরে মিসেস পালাসিওস নারী অধিকার কর্মী ও নারীবাদের প্রবক্তা মেরি ওলস্টোনক্রাফটের কথা বলেন।
মিসেস উইলসন নামের অন্য প্রতিযোগীকে একই প্রশ্ন করা হলে তিনি তার মাকে বেছে নেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘সে অদম্য। তিনি আমাকে কঠোর পরিশ্রম করতে শিখিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন কীভাবে সাহসী হতে হয় এবং কীভাবে শক্তিশালী হতে হয়। তাছাড়া তিনি আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’
উল্লেখ্য, মিস ইউনিভার্স বিজয়ী হয়েছেন শেইনিস পালাসিওস। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।
/এমএ/